প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারাই দেশে এবং বিদেশে ষড়যন্ত্রের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তারা জনগণের শত্রু । নিউ ইয়র্কের লাগর্ডিয়া এয়ারপোর্টের ম্যারিয়ট হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত ভার্চ্যুয়াল সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশে অবস্থানরত কিছু লোক (সরকারের) সমালোচনা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ব্যস্ত।
এমন সময় তারা এসব করছে, যখন আওয়ামী লীগ সরকার দেশকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। কেউ যাতে দেশে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি ভোগের নয় বরং আত্মত্যাগের জন্য। জিয়া, এরশাদ এবং খালেদা জিয়া কখনো জনগণের কল্যাণের কথা ভাবেননি বরং তারা ক্ষমতাকে ভোগ এবং দ্রুত অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে বিবেচনা করতেন- অভিযোগ করে
শেখ হাসিনা বলেন, তার সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিছু মানুষ আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যায়িত করে জানিয়ে তিনি বলেন, আমার প্রশ্ন হলো তারা কীভাবে এই কথাগুলো বলার সুযোগ পায়? তারা সরকারের তৈরি ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিচ্ছে জানিয়ে তিনি বলেন, যদি তাদের কোনো আদর্শ থাকে, তারা কখনোই তা করতে পারে না। যারা সরকারের সমালোচনা করছে তাদেরকে বিএনপি-জামায়াত চক্রের কেনা গোলাম আখ্যা দিয়ে শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান এবং এরশাদ দেশের সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিলেন। হাইকোর্ট তাদের সরকারকে অবৈধ ঘোষণা করেছে।
সংবাদ টি পড়া হয়েছে :
১২৭ বার