বিপিএলে এবারও তারকাদের ছড়াছড়ি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর আসছে। এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো দল গোছাতে শুরু করেছে। এবারও বিপিএলে ক্রিকেট তারকাদের ব্যাপক উপস্থিতি হলে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। এরই মধ্যেগত আসরে প্লে-অফ পর্বে খেলা দল খুলনা টাইটান্স ইতোমধ্যে দলে ভিড়িয়েছে ক্রিস লিন (অস্ট্রেলিয়া), সরফরাজ আহমেদ (পাকিস্তান), শাদব খান (পাকিস্তান) ও জুনায়েদ খানকে (পাকিস্তান)। তাছাড়া এবার দলটির হেড কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কা দলের সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। খুলনা টাইটান্সের ফেসবুক পেইজ থেকে বিষয়টি জানা গেছে। অন্যদিকে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নামাইটস ইতোমধ্যে দলে ভিড়িয়েছে সুনিল নারিন (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ আমির (পাকিস্তান), শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া), শহীদ আফ্রিদি (পাকিস্তান), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ও এভিন লিউইসকে (ওয়েস্ট ইন্ডিজ)। ঢাকা ডায়নামাইটসের ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আগামী ৪ নভেম্বর শুরু হবে বিপেএলের পঞ্চম আসর। তার আগে ২ নভেম্বর হবে উদ্বোধনী অনুষ্ঠান। আর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৬ সেপ্টেম্বর। গত আসরে অংশ নিয়েছিল সাতটি দল। তবে, এবার দলের সংখ্যা বেড়েছে। মোট আটটি দলের অংশগ্রহণে এবারের বিপিএল অনুষ্ঠিত হবে।