বিলবোর্ডে শুধু বঙ্গবন্ধু ও শেখ হাসিনা থাকবেন
আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য আওয়ামী লীগের সিলেট বিভাগীয় প্রতিনিধি সভার বিলবোর্ডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা ছাড়া অন্য কারোর ছবি ব্যবহার করা যাবে না। বিলবোর্ডে শুধুমাত্র বিলবোর্ড প্রদানকারীর নাম ও পদবী ব্যবহার করা যাবে। অন্য কোন স্থানীয় নেতার ছবি সংযুক্ত করা যাবে না। শনিবার রাতে সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব সিরাজুল ইসলাম, এডভোকেট রাজ উদ্দিন, জিএমজেড কয়েস গাজী, আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, অধ্যাপক জাকির হোসেন, বিজিত চৌধুরী, শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুল, এডভোকেট কিশোর কুমার কর, তপন মিত্র, এডভোকেট শামসুল ইসলাম, ফাহিম আনোয়ার চৌধুরী, আব্দুর রহমান জামিল, আজাদুর রহমান আজাদ, এডভোকেট সৈয়দ শামীম আহমদ, জুবের খান, প্রিন্স সদরুজ্জামান, আজহার উদ্দিন জাহাঙ্গীর, দিবাকর ধর রাম, ডাঃ মিফতাহুল হোসেন সুইট, শাহানারা বেগম, আছমা কামরান, গোলাম সুবহান চৌধুরী দিপক, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট জুনেল আহমদ, নজমুল ইসলাম এহিয়া, আব্দুল মুকিত, জামাল আহমদ চৌধুরী, জাফর আহমদ চৌধুরী, আজম খান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, প্রদীপ পুরকাস্ত, এডভোকেট বিলাল উদ্দিন, মুশফিক জায়গীরদার প্রমুখ।