বার্তা ডেস্ক :: সদ্য ত্রিদেশীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড টাইগারদের কাছে পাত্তাই পায়নি। বিন্দুমাত্র চ্যালেঞ্জও জানাতে পারেনি প্রতিপক্ষ দুদল। সম্প্রতি ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন তারা। স্বাভাবিকভাবেই আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে উচ্চাশা পোষণ করছেন ক্রিকেটবোদ্ধারা। অনেকে বলছেন, এবার সেমিফাইনাল খেলতে পারেন লাল-সবুজ জার্সিধারীরা। কেউ আবার একধাপ বাড়িয়ে বলছেন, মাশরাফি-সাকিবরা ট্রফি জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না। একই সুর বাজছে ব্রিটিশ মিডিয়ায়। দি ইন্ডিপেন্ডেন্ট দাবি করছে, বিশ্বকাপে বিস্ময়ের জন্ম দিতে পারে বাংলাদেশ। তবে সম্ভাব্য শিরোপাধারী হিসেবে স্বদেশ ইংল্যান্ডকে শীর্ষে রেখেছে সংবাদমাধ্যমটি। কোনো বড় টুর্নামেন্টের আগে শীর্ষ ইংলিশ মিডিয়ার ভবিষ্যদ্বাণী নতুন কিছু নয়। এবারও ব্যত্যয় ঘটেনি। বাংলাদেশকে নিয়ে ইন্ডিপেন্ডেন্ট লিখেছে- এ দলে মাশরাফির নেতৃত্ব গুরুত্বপূর্ণ। সে সবাইকে একেত্রে বেঁধে রাখতে পারে। সতীর্থদের মাঠে ও বাইরে অনুপ্রাণিত করতে পারে। দলটিতে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানের মতো তারকা ক্রিকেটার আছে। অধিনায়ক সেমিফাইনালে খেলার লক্ষ্য নির্ধারণ করেছে। তারা টুর্নামেন্টে বিস্ময়ের জন্ম দিতে পারে। গণমাধ্যমটির ভাষ্য, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলে বাংলাদেশ। এবার তার চেয়ে ভালো করতে পারে। পাইপলাইন যথেষ্ট শক্তিশালী। তারা ভালো কিছুর প্রত্যাশা করতে পারে। আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে গড়াবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আর ২ জুন অভিযানে নামবে বাংলাদেশ। ওই দিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে টাইগাররা। আসরের শুভসূচনা প্রত্যাশা করছেন মাশরাফি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn