পীর হাবিবুর রহমান(ফেসবুক থেকে)-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আমাদের শ্রদ্ধা ও ভালোবাসার সৎ একজন মানুষ।তার সাথে বিরোধ নেই।কিন্তু তিনি যদি জনগনের মতামতের বিরুদ্ধে গনঅসন্তোষের মুখে পড়েন সেটি তার জন্য দূর্ভাগ্যজনক, আমাদের জন্য বেদনার।আজ আওয়াজ উঠেছে ‘শান্তিগন্জ নয়,সুনামগন্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় চাই’এ আকুতি তাকে ধারন করতে হবে।মেডিকেল কলেজ নামে জেলা সদর হলেও কাজে শান্তি গন্জে নিয়ে গেছেন।বিআরটিএর মতোন অনেক প্রতিষ্ঠান তিনি তার বাড়ি শান্তিগন্জে নিয়ে গেছেন।সবার স্বপ্নের বিশ্ববিদ্যালয় শান্তিগন্জে ক্ষমতার জোরে নেবার পরিনতি ভালো হবেনা।হবিগন্জ,চাঁদপুর,নেত্রকোনার মতোন সুনামগন্জ জেলা সদরেই প্রতিষ্ঠা করতে হবে।এ বিশ্ববিদ্যালয় সকল এমপিরা সংসদে দাবি করে আসছেন, এমনকি মান্নান সাবের পূর্বসুরীরাও।আর এই সব প্রকল্প একনেকে পাশ হলেও পরিকল্পনা মন্ত্রী নন,প্রধানমন্ত্রী দেন।প্রধানমন্ত্রী একযোগে সারাদেশে বড় বড় প্রকল্প, উন্নয়ন কর্মযজ্ঞ শুরু করেছেন।মন্ত্রীর বাড়িতে বা বাড়ির কাছে সব নেয়া তার নিজের জন্যই লজ্জার।সকল উপজেলাকে উন্নয়নে আধুনিকায়ন করে ‘একটি গ্রাম একটি শহর ‘প্রধানমন্ত্রীর উন্নয়ন বাস্তবায়ন করতে হবে।মন্ত্রীকে সব এমপিদের নিয়ে আলোচনায় বসে জরুরী সমাধান দরকার।সিলেট সুনামগন্জের ভয়াবহ সড়ক কেনো দুই বছরে শেষ হয়না?জেলা সদরের সাথে উপজেলার সড়ক যোগাযোগ কেনো বেহাল?সমাধান দিতে হবে।গনঅসন্তুষ তৈরি মন্ত্রীর কাজ নয়,প্রশমন ও আশা পূরন কাজ।আশা করি প্রিয় মন্ত্রী ভুল করবেননা।গৃহপালিতদের স্টেটাসে বিগলিত না হয়ে মানুষের মনের ভাষা শুনেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn