বার্তা  ডেস্ক ::  আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী ও গরিব দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। এখানে তুলে ধরা হলো বিশ্বের সবচেয়ে গরিব ১০ দেশের বিবরণ।
১. বুরুন্ডি। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৭২৭ ডলার।
২. সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৮২৩ ডলার।
৩. কঙ্গো। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৮৪৯ ডলার।
৪. ইরিত্রিয়া। এদেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১০৬০ ডলার।
৫. নাইজার। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১১০৬ ডলার।
৬. মালায়ি। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১২৪০ ডলার।
৭. মোজাম্বিক। দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৩০৩ ডলার।
৮. লাইবেরিয়া। এ দেশে দেশটিতে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৪১৪ ডলার।
৯. দক্ষিণ সুদান। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৬০২ ডলার।
১০. সিয়েরা লিওন। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ১৬৯০।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn