বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক চৌধুরীর ইন্তেকাল
সুনামগঞ্জ শহরের দক্ষিণ আরপিনগরের বাসিন্দা একাত্তরে রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধা সফিকুল হক চৌধুরী রবিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৫ মিনিটে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। মরহুম সফিকুল চৌধুরী ৭১ সালের সুনামগঞ্জ কলেজে অধ্যয়ন কালে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযোদ্ধে অংশ গ্রহন করেন। তিনি ৪ নং বালাট সাবসেক্টারে মেজর(অবঃ) মুতালিবের অধিনে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। তৎকালীন সময়ে তিনি বাংলাদেশ ছাত্রলীগের সুনামগঞ্জ মহকুমা শাখার যুক্ত ছিলেন। ৭৩ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হলে তিনি জাসদ ছাত্রলীগে যোগদান করেন। পরবর্তীতে মরহম প্রেসিডেন্ট জিয়াউর রমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএ্নপি গঠিত হলে তিনি তাতে যোগদেন ও পরবর্তীতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক মনোনীত হন। মরহুম সফিকুল হক চৌধুরীর দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধি ফুসফুসে ক্যানসারে তিনি ভোগছিলেন। মৃত্যু কালে স্ত্রী সহ আট সন্তান এবং অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে সুনামগঞ্জ বার্তা অনলাইনের সম্পাদক ইমানুজ্জামান মহী তার আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।