‘বেকুব’ ছিলাম সঠিক নয়-মান্না
মাহমুদুর রহমান মান্নার ফেসবুক থেকে-
এক সময় আওয়ামী লীগে যোগ দেওয়ার জন্য নিজেকে ‘বেকুব’ বলার এক দিন পর মাহমুদুর রহমান মান্না বলছেন, ওটা ছিল রসিকতা। রোববার ফেইসবুকে নিজের বক্তব্যের এই ব্যাখ্য দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না। মান্না লিখেছেন ‘গতকাল জাতীয় প্রেসক্লাবে গোলটেবিলে গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌ সরকারের তথাকথিত উন্নয়নের সমালোচনা করে বলছিলেন, এমন উন্নয়ন হয়েছে যে এখন ঢাকা, চট্টগ্রামের রাস্তাও পানিতে ডুবে যায়। আমি তার কথার ফাঁকেই রসিকতা করে বললাম, এখন নৌকাই ভরসা। উনি সাথে সাথেই বললেন, আপনি তো সেই নৌকায় ছিলেন। আমি তখন কিছু বললাম না। আসার সময় বললাম, মি. সুব্রত চৌধুরীর নেতাও নৌকায় ছিলেন। আমার চেয়ে বেশীদিন। তবে উনি জ্ঞানী মানুষ। আমার আগেই নেমে গেছিলেন। আমি বেকুব। বুঝিনি। ওনার ছেড়ে যাওয়া নৌকায় চড়েছিলাম। এটা রসিকতার জবাবে একটা রসিকতা। আ.লীগে যোগ দেওয়াটা একটা বেকুবি ছিল আমি তা বোঝাই নি। আ.লীগে যোগ দেওয়াই ভুল ছিল আমি এখনো তা মনে করি না। কিছু পাওয়ার ধান্দায় আমি তো ওখানে যোগ দেই নি। আর একটা আন্তরিক স্বীকারোক্তি; প্রায় ৩ দশকে আমি ওই দল এবং দলের নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিও।