বেরোবিতে আপত্তিকর অবস্থায় ১২ ছাত্রছাত্রী আটক
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অভিযান চালিয়ে আপত্তিকর অবস্থায় বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়। প্রক্টরিয়াল বডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেছন দিকের জঙ্গলে আপত্তিকর অবস্থায় তাদের বসে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে আটককৃতরা নিজেদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেয়। পরে চূড়ান্ত জিজ্ঞাসাবাদে তারা সবাই কারমাইকেল কলেজের শিক্ষার্থী বলে স্বীকার করে। তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আতিউর রহমান যুগান্তরকে বলেন, ‘গত কয়েক দিন থেকে বিশ্ববিদ্যালয়ের জঙ্গলগুলোতে অপ্রীতিকর ঘটনার গুঞ্জন উঠলে সেখানে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। অভিযানের প্রথম দিনেই বহিরাগত ১২ জন ছেলেমেয়েকে হাতেনাতে ধরে ফেলি।’ শিক্ষার্থীদের আড্ডার দেয়ার স্থানের বিষয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মসজিদের পেছনের দিকে, শিক্ষক- কর্মকর্তাদের ডরমেটরি, উপাচার্য বাসভবন ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের জঙ্গলগুলোতে শিক্ষার্থীদের বসতে নিষেধ করা হয়েছে।’