বেশি শেয়ারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক
ভুয়া খবর ছড়ানো আর ভুয়া লাইক শিকারিদের ঠেকাতে অ্যালগরিদমে নতুন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ফেসবুক। বিশ্বের সবচেয়ে বড় এ সামাজিক মাধ্যম কর্তৃপক্ষ জানিয়েছে, যারা দিনে ৫০ টির বেশি নিম্নমানের লিংক ‘পাবলিক পোস্ট’ হিসেবে শেয়ার করেন তাদের জন্যই এ ব্যবস্থা। নতুন অ্যালগরিদম চালু হলে এ ধরণের পোস্ট বেশি মানুষের কাছে দেখাবে না ফেসবুক। এর ফলে ভুয়া ওয়েবসাইট, ভুয়া সংবাদ, স্পর্শকাতর তথ্য দ্রুত ছড়ানো বন্ধ হবে। যদিও ফেসবুকে ভুয়া নিউজ লিংক শেয়ারকারীর সংখ্যা মাত্র দশমিক এক শতাংশ, তারপরও তাদের বিরুদ্ধে দিন দিন কঠোর অবস্থানে যাচ্ছে প্রতিষ্ঠানটি। ফেসবুকে ভুয়া সংবাদ ছড়ানো নিয়ে গত মার্কিন নির্বাচনের সময় থেকেই সমালোচিত হয়ে আসছে ফেসবুক। তখনই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ভুয়া সংবাদ ঠেকাতে বিভিন্ন সময় নিজেদের অগ্রগতির কথা জানিয়েছে তারা। সর্বশেষ অ্যালগরিদমে পরিবর্তন আনার ঘোষণা দিলো তারা।