কানাডার জাতীয় আবহাওয়া দফতর ‘এনভায়র্নমেন্ট কানাডা’-এর কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে দেশের ব্রিটিশ কলাম্বিয়া, অ্যালবার্টা, সাসকাচুয়ান, নর্থওয়েস্টার্ন টেরিটোরিস এবং ইউকন রাজ্যের কিছু এলাকায় অতিরিক্ত তাপমাত্রাজনিত সতর্কতা জারি করেছে। কানাডার প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যেও সম্প্রতি ব্যাপক উচ্চ তাপমাত্রা লক্ষ্য করা গেছে। জুনে দেশটির অরিগন অঙ্গরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস যা রাজ্যের পূর্বের রেকর্ড ভেঙে দিয়েছে। ১৯৬৫ সালে অরিগনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলিসিয়াস এবং চলতি বছর জুনের আগ পর্যন্ত এটিই ছিল রাজ্যটির সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।
নাসার জিআইএসএস জানিয়েছে, ২০২১ সালের জুন মাসে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্তত ২৩ টি দেশে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অন্তত ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি ছিল। গত ২২ জুন কুয়েতের নুয়াইসিব শহরে তাপমাত্রা উঠেছিল ৫৩ দশমিক ২ ডিগ্রি সেলিসিয়াসে। কুয়েতের প্রতিবেশী দেশ ইরাকের কয়েকটি এলাকায় এ সময় তাপমাত্রা ছিল ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর কাছাকাছি সময়ে, ইরানের ওমিদিয়াহ এলাকায় তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রিতে। এছাড়া মধ্যপ্রাচ্যের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানের বিভিন্ন এলাকায় জুন মাসে তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এশিয়ার মরুপ্রধান অঞ্চল মধ্যপ্রাচ্যের জলবায়ু অবশ্য এমনিতেই অনেক বেশি উষ্ণতাপ্রবণ ও শুষ্ক; কিন্তু জুন-জুলাই মাসে এই অঞ্চলের বেশিরভাগ দেশে তাপমাত্রা সাধারণত ৪০-৪৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি ওঠে না।
এদিকে, বিশ্বের বরফাচ্ছাদিত মহাদেশ এন্টার্কটিকাতেও তাপমাত্রা দিন দিন বাড়ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ব আবহাওয়া সংস্থা ডব্লিউএমও (ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন)-এর তথ্য অনুযায়ী, গত ৫০ বছরে এন্টার্কটিকার তাপমাত্রা অন্তত ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে এবং ২০২০ সালে মহাদেশের সেইমুর দ্বীপে রেকর্ডকৃত তাপমাত্রা ছিল ২০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এন্টার্কটিকায় এর আগে কখনও এত বেশি তাপমাত্রা দেখা যায়নি। গ্যাভিন শ্মিথ বলেন, ‘জলবায়ুর পরিবর্তন হচ্ছে। ধীরে ধীরে আমরা একটি উষ্ণতর বিশ্বে প্রবেশ করছি। এটি একটি দীর্ঘমেয়াদী ব্যাপার এবং আমাদের আশঙ্কা, সামনের বছরগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে।’ সূত্র : ঢাকাপোস্ট