বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন  দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ওয়ানজা কাম্পোস দ্য নবরেগা। তিনি বলেছেন, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে বাংলাদেশের তৈরি পোশাক ছাড়াও সিরামিক পণ্য ও ওষুধের সম্ভবনাময় বাজার রয়েছে। m১৫ মার্চ বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ মন্তব্য করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের জানান।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতকে জানিয়েছেন, সকল খাতে উন্নয়ন নিশ্চিত করাই তার সরকারের মূল লক্ষ্য। উন্নয়নের জন্য তার সরকার সব শক্তি নিয়োগ করেছে।’ ব্রাজিলের রাষ্ট্রদূত বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার অবদান ও নেতৃত্বের প্রশাংসা করেন। দুই দেশের সুসর্ম্পকের কথা তুলে ধরে ব্রাজিলের বিদায়ী রাষ্ট্রদূত বলেন, কৃষিতে পারস্পরিক সহযোগিতার সম্ভাবনার রয়েছে। বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক এবং বাণিজ্য সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ওয়ানিয়া ক্যাম্পোস দ্য নবরেগা। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn