বিশ্বকাপ বাছাই পর্বে নিজ নিজ ম্যাচে জয়ী হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা। এর ফলে ব্রাজিলের শীর্ষস্থান অক্ষুণ্ন রইল। লাতিন আমেরিকা গ্রুপে উরুগুয়ে রয়েছে দ্বিতীয়স্থানে। তৃতীয় স্থানে আছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ৫টায় খেলতে নেমেছিল ব্রাজিল–‌ উরুগুয়ে। ঠিক আধঘণ্টা পর, অর্থাৎ ভোর সাড়ে পাঁচটায় ছিল আর্জেন্টিনা–‌চিলির লড়াই। ৪–‌১ গোলে উরুগুয়েকে হারিয়ে দেয় ব্রাজিল। অথচ, ৯ মিনিটের মাথায় কাভানির গোলে এগিয়ে যায় উরুগুয়ে। ব্রাজিলের জয়ে এদিন বড় ভূমিকা নিলেন পাওলিনহো। তার হ্যাটট্রিকের সুবাদেই এল দুরন্ত জয়। ১৯ মিনিটে সমতা ফেরালেন। প্রথমার্ধে ফল ছিল ১–‌১। পাওলিনহো বাকি দুটি গোল করেন ৫২ ও ৯০ মিনিটে। ৭৪ মিনিটের মাথায় নেইমারও একটি গোল করেন। অন্য ম্যাচে আর্জেন্টিনা ১–‌০ গোলে হারাল চিলিকে। ১৬ মিনিটের মাথায় পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন মেসি। এই জয়ের সুবাদে আর্জেন্টিনা উঠে এলো তিন নম্বরে। নইলে, চিলি কিন্তু মেসিদের থেকে এগিয়েই ছিল। ১৩ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট দাঁড়াল ৩০। তারাই শীর্ষে। দ্বিতীয় স্থানে রইল উরুগুয়ে। ১৩ ম্যাচে তাদের ২৩। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে উঠে এলো আর্জেন্টিনা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn