‘ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দূর না করলে খাদ্য সংকট দেখা দেবে’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী নজরুল ইসলাম খান বলেছেন, অবিলম্বে ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দূর করা না হলে বোরো ফসল উৎপাদনে মারাত্মকভাবে হ্রাস পাবে এবং তীব্র খাদ্য সংকট দেখা দিবে। সোমবার (২১ জানুয়ারি) সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভাটি অঞ্চলের জলাবদ্ধতা দূর করে কৃষি ও কৃষকদের রক্ষার দাবিতে ভাটি বাংলা জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। গত বছর উজানের পানির ঢলে ভাটি এলাকায় ব্যাপক ফসল ক্ষতিগ্রস্ত হবার কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকরা এই ক্ষতি কাটিয়ে উঠতে পারে নাই, এবার জলাবদ্ধতার কারণে ধানের চারা রোপণ করা যাচ্ছে না। ভাটি এলাকায় জলাবদ্ধতার জন্য বর্তমান সরকারের ভ্রান্তনীতি এবং উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে রাস্তা নির্মাণের কথা উল্লেখ করে তিনি বলেন, সারাদেশের মত সেখানেও উন্নয়ন না, লুটপাটের জন্য বড় বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা জনগণের কল্যাণে নয়। ক্ষমতাসীনদের পকেট ভারী করার জন্য করা হয়েছে। সাবেক মন্ত্রী নজরুল ইসলাম আরও বলেন, বর্তমান সরকার লুটপাটের জন্য হাওরবাসীর স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতাসীনরা কালো টাকার মালিক বানাচ্ছে কিন্তু হাওরের কৃষক কিংবা প্রাইমারী স্কুলের শিক্ষকদের ভাগ্যের কোন পরিবর্তন হচ্ছে না। বর্তমান প্রধানমন্ত্রী এক সময় বলেছেন, শিক্ষকদের দাবি দাওয়া করতে হবে না। তিনি নিজেই শিক্ষকদের অবস্থা বিবেচনা করে সমস্যার সমাধান করবেন। কিন্তু আজ বাস্তবতা হচ্ছে দাবি আদায়ের জন্য শিক্ষকদেরকে স্কুল কলেজ ছেড়ে রাস্তায় অনশন করতে হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক কারোই সমস্যার সমাধান হবে না। জনগণের প্রকৃত সরকারই পারে দেশের সমস্যার সমাধান করতে। আর জনগণের সরকার কায়েম করতে প্রয়োজন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন। সেজন্যই আমরা প্রহসনের নির্বাচন নয়, সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। যারা নির্বাচিত হয়ে জনদাবী বাস্তবায়ন করবেন।
বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল মানববন্ধনে ঢাকায় অবস্থানরত বৃহত্তর হাওরাঞ্চল সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও নেত্রকোনা সহ হাওর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান, বিএনপির সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) কলিম উদ্দিন মিলন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, বানিয়াচং উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. আব্দুল হক, যুগ্ম সম্পাদক মো. মুনাজ্জির হোসেন সুজন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক শরিফুজ্জামান আরিফ, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, সহ সম্পাদক নজরুল ইসলাম মিজান, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আব্দুল বারী, যুবদল নেতা মিয়া মোহাম্মদ সোহেল, ছাত্রদল নেতা ফয়সাল আহমেদ প্রমুখ।