দুই বছর ভারতের পাঞ্জাব প্রদেশের প্রতাপগড় সেন্ট্রাল জেলখানায় কারাভোগ শেষে দেশে ফিরল ৪ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেন। ফেরত আসারা হলো, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাঝিসাইর গ্রামের রাজা মিয়ার ছেলে সাঈদ সাহ (২৭), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের সাইফুল্লাহর ছেলে সোহেল আহমেদ (২০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার উত্তর-পশ্চিম মিঠাখালী গ্রামের ইসমাইল হাওলাদারের ছেলে নাসির হাওলাদার (২৮) ও একই এলাকার আলপি বাজার গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৪৫)।

বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ওসি ওমর শরিফ জানান, দালালের খপ্পড়ে পড়ে এ চার যুবক দুই বছর আগে অবৈধ পথে ভারতে যায়। ভারতের পাঞ্জাব প্রদেশের প্রতাপগড় এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে আদালতে পাঠালে আদালত দুই বছরের জেল দিয়ে জেলহাজতে পাঠায়। সাজা শেষে দু‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া ‘বিশেষ ট্রাভেল পারমিটের’ মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তারা নিজ নিজ বাড়ি ফিরে যাবেন বলে জানান ওসি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn