কিছু দিন পর পরই সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। সম্প্রতি ফেসবুক ‘অ্যাড ভয়েস ক্লিপ’ নামে নতুন একটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এ ফিচারটি স্ট্যাটাস দেয়ার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। স্ট্যাটাস লেখার কম্পোজার মেনুতে নতুন ফিচারটি যুক্ত থাকবে। ফিচারটির মাধ্যমে একজন ফেসবুক ব্যবহারকারী স্বল্পদৈর্ঘ্যের অডিও রেকর্ডের সুযোগ পাবেন এবং তা স্ট্যাটাস আকারে পোস্ট করতে পারবেন। ভারতে এ ফিচারটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর ফলে দেশটির কিছুসংখ্যক ফেসবুক ব্যবহারকারী নতুন ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছেন। গত শনিবার প্রযুক্তিবিষয়ক সংবাদ সাইট টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, ভিডিওর চেয়ে সহজ পদ্ধতি আনতে চায় ফেসবুক। এজন্য প্রতিষ্ঠানটি তার প্লাটফর্মে ভয়েস শেয়ারের সুযোগ দিতে যাচ্ছে। ফেসবুকের এক মুখপাত্র জানান, ফেসবুক প্লাটফর্মের মাধ্যমে তাদের ব্যবহারকারীরা যাতে বন্ধু কিংবা পরিবারের সঙ্গে বক্তব্য শেয়ার করতে পারেন, সেজন্য তারা কাজ করছেন। ভয়েস ক্লিপের মাধ্যমে গ্রাহকরা মতামত প্রকাশের নতুন মাধ্যম পাবেন। ফেসবুকের নতুন ফিচারটি কোনো নির্দিষ্ট অঞ্চলে চালু হবে, নাকি সারা বিশ্বেই এটি ব্যবহারের সুযোগ মিলবে, সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফেসবুক ভয়েস সমর্থিত ফিচারের দিকে নজর নিচ্ছে। প্রতিষ্ঠানটি এরই মধ্যে ফিওনা ও অ্যালোহা নামের স্মার্ট হোম স্পিকার তৈরি করছে, যা আগামী জুলাইয়ে উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে। ফেসবুকের বিল্ডিং ৮ হার্ডওয়্যার ল্যাবে তৈরি হচ্ছে এ দুটি স্পিকার। সূত্র :খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn