মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে: জয়া সেনগুপ্তা
দিরাই:: সুনামগঞ্জ-২ শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। মাদকাসক্তদের দ্বারাই বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। মাদক ও জুয়ার নিয়ন্ত্রণ করতে পারলে অপরাধ নির্মূল করা সম্ভব। জয়া সেনগুপ্তা দিরাই থানা পুলিশের মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত অভিযানের প্রশংসা করে বলেন, এ অভিযান অব্যাহত রাখতে হবে। রোববার দিরাই উপজেলা পরিষদে দিরাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দেব’র সভাপতিত্বে ও দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি কেএম নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন, সহ-সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান এহসান চৌধুরী, রতন কুমার দাস তালুকদার, সৌম্য চৌধুরী, মুজিবুর রহমান তালুকদার, শাহজাহান কাজী,রেজুয়ান হোসেন খান, দিরাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হাফিজ ইদ্রিস আহমদ, দিরাই অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় গত মঙ্গলবার উপজেলা কালিয়াগুটা হাওরের নৌকাডুবির ঘটনায় শিশু নারীসহ ১০ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার উপর গুরুত্বারোপ করা হয়।