মানবিকতার জন্য রোহিঙ্গাদের সাহায্য করছে সরকার : প্রতিমন্ত্রী মান্নান
প্রতিমন্ত্রী এম এ মান্নান আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমরা বর্হিবিশ্ব থেকে অভূত পূর্ব সমর্থন পাচ্ছি। সবাই আমাদেরকে সমর্থন করছে নিজ ইচ্ছায় আমরা কাউকে বলিনি। সেই সাথে অনেক দেশ তাদের সামর্থ অনুযায়ী সাহায্য করেছে। বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে খুব শক্ত ভূমিকা নিয়েছে পশ্চিমা বিশ্ব। এনিয়ে আমাদের প্রধানমন্ত্রীও জাতিসংঘের সাধারণ অধিবেশনে কথা বলেছেন। মিয়ানমারের মিলিটারি রোহিঙ্গাদের পানিতে ফেলছে আমরা তুলে এনে আশ্রয় দিচ্ছি। আমরা মানবিকতার জন্য সব কিছু করছি। এ ব্যাপার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার। রোহিঙ্গাদের খাবার নিয়ে অসুবিধা নেই, ৫ লক্ষ রোহিঙ্গাকে খাওয়ানো সম্ভব। তিনি (প্রধানমন্ত্রী) তো বলেছেন এক বেলা কম খেয়ে হলেও আমরা রোহিঙ্গাদের খাওয়াবো।
বুধবার দুপুরে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, রিপোর্টার্স ইউনিটর সহ-সভাপতি আল-হেলাল, আবেদ মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব রহমান পীর, যুগ্ম-সাধারণ সম্পাদক মাছুম হেলাল, অর্থ সম্পাদক সেলিম আহমদ, দপ্তর সম্পাদক শামস শামীম, ক্রীড়া সম্পাদক মাহমুদুর রহমান তারেক, কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজান চৌধুরী, ঝুনু চৌধুরী, হিমাদ্রী শেখর ভদ্র, জসিম উদ্দিন, আমিনুল ইসলাম, একে কুদরত পাশা, সদস্য মাসুক মিয়া, বিশ্বজিৎ ভট্রাচার্জ পাপন, শামছুল কাদির মিছবাহ, রুজেল আহমদ, শহীদ নূর, ফুয়াদ মনি প্রমুখ।