মুকুট হারালেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ এভ্রিল:যাচ্ছেন জেসিয়া
মাসুম আওয়াল-
তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠছে কে হচ্ছেন নতুন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? নিয়ম অনুযায়ী, নতুন বিজয়ী হবেন দুই রানার আপের একজন। এর মধ্যে প্রথম রানার আপ জেসিয়া ইসলামই মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন বলে গুঞ্জন রয়েছে। দ্বিতীয় রানার আপ জান্নাতুল নাঈম হিমিও আছেন আলোচনায়।
বিশ্বসুন্দরীদের সঙ্গে লড়তে যাচ্ছেন বাংলাদেশের তরুণী জেসিয়া ইসলাম। জান্নাতুল নাঈমের খেতাব বাতিল করে তাকে নির্বাচন করা হয়েছে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’। বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে একটি পাঁচতারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এখানে ছিলেন গ্র্যান্ড ফিনালেতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করা ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, অভিনেত্রী শম্পা রেজা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, সহ-আয়োজক ওমিকন এন্টারটেইনমেন্টের চেয়ারম্যান মেহেদী হাসান ও টাইটেল স্পন্সর লাভেলোর ব্যবস্থাপনা পরিচালক মো. একরামুল হক। গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে আরও ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, করপোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা ও প্রকৌশলী সোনিয়া কবির বশির। তবে বুধবারের সংবাদ সম্মেলনে তাদের দেখা যায়নি।