ভারতে বিয়ের আগে যারা স্নাতক সম্পন্ন করবেন এমন মেধাবী মুসলিম ছাত্রীদের জন্য এক বিশেষ প্রকল্প আনতে চলেছে মোদি সরকার। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘শাদি শগুন’। অর্থাৎ বিয়ের সময় সেই সব মেধাবী ছাত্রীদের হাতে ৫১ হাজার টাকা উপহার তুলে দেবে সরকার।এই প্রকল্পের মূল লক্ষ্য হলো- সংখ্যালঘু সম্প্রদায়কে ‘উচ্চশিক্ষায় অনুপ্রেরণা’ দেওয়া। যেসব ছাত্রীরা দেশটির ‘বেগম হজরত মহল স্কলারশিপ’ পেয়েছেন, তারা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

সংখ্যালঘুদের মধ্যে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবীদের জন্য এমন একটা প্রকল্পের সূচনা করা হয়েছিল ২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর আমলে। কিন্তু, সে সময় দ্বাদশ শ্রেণি পর্যন্ত বৃত্তি দেওয়া হত। মাওলানা আজাদ এডুকেশন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ শাকির হুসেন আনসারি জানান, মেয়েদের উচ্চশিক্ষা দেবে নাকি তার আগেই বিয়ে দিয়ে দেবে- এই ভাবনার দোলাচলে থাকে মুসলিম এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায় পরিবারগুলো। ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় উচ্চশিক্ষায় অর্থ খরচ না করে সেই অর্থ বিয়ের জন্য জমাতে থাকেন তারা। সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্রীরা যাতে আরও বেশি দূর পড়াশোনা করতে পারে, তার জন্য ‘শাদি শগুন’ নামে এই প্রকল্প আনা হচ্ছে। পাশাপাশি, এই প্রকল্পের মাধ্যমে সেই সব পরিবারগুলোকে উত্সাহিত করা তাদের মেয়েদের উচ্চশিক্ষায় দেওয়ার জন্য। সংখ্যালঘু বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভির কাছে এ বিষয়ে একটি প্রস্তাব পাঠায় মাওলানা আজাদ ফাউন্ডেশন। সেই প্রস্তাবে অনুমোদন দেয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়।

এই প্রকল্পের আওতায় থাকবে মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি সম্প্রদায়ের মেধাবী ছাত্রীরা। তবে যেসব ছাত্রীর বাবা-মায়ের আয় বছরে দুই লাখ টাকা তারা এই সুবিধা পাবেন না। মোদি সরকারের এই প্রকল্প নিয়ে কিন্তু বিরোধী শিবির থেকে ক্ষোভের স্বর শোনা যাচ্ছে। সংখ্যালঘুদের জন্য কোনও অ-বিজেপি সরকার বিশেষ প্রকল্প বা কর্মসূচি নিলেই, তাতে তোষণের গন্ধ খোঁজে বিজেপি। এবার বিজেপির সরকারই সংখ্যালঘু উন্নয়নে বিশেষ কর্মসূচি নিল কেন- প্রশ্ন উঠছে নানা শিবির থেকেই। অন্যদিকে মুসলিম ধর্মীয় নেতাদের সন্দেহ, মুসলিমদের জন্মহার নিয়ে আতঙ্কিত বিজেপিসহ উগ্র হিন্দুত্ববাদীরা। তাই মুসলিম তরুণীদের বিয়ে পিছিয়ে দিলে সে হার কমে আসতে পারে। ‘উচ্চশিক্ষায় অনুপ্রেরণা’ প্রকল্পের আড়ালে ‘এক ঢিলে দুই পাখি’ মারতে চায় মোদি সরকারের।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn