মৃত্যুদণ্ডের মুখে কিম হত্যাকাণ্ডে আটক সেই ২ যুবতী
মালয়েশিয়া অ্যার্টনি জেনারেল মহম্মদ আপান্ডি জানালেন, ‘উত্তর কোরিয়ার শাসকের সৎভাই কিম জং নামের হত্যায় আটক ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার দুই যুবতীর বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ওই দুই অভিযুক্ত যুবতীর মৃত্যুদণ্ড ঘোষণা হতে পারে। ’। এই ঘটনায় এই দুই জন যুবতি ছাড়াও আরও ১০ জন সন্দেহভাজনকে মালয়েশিয়া পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ওই দুই যুবতী পুলিশকে জানিয়েছে যে, তারা ভেবেছিল কোনও টিভি শোয়ের মজাদার অনুষ্ঠানে অভিনয় করছে তারা। আটক সেই যুবতীদের নাম দুয়ান থি হুয়ং ও সিটি আইসিয়া। এই ঘটনার সঙ্গে জড়িত রি জং চোল নামে উত্তর কোরিয়ার এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে এখনই তার বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হয়নি।
উল্লেখ্য গত ১৩ ফেব্রুয়ারি কুয়ালালামপুর বিমানবন্দরে প্রাণঘাতী বিষে মৃত্যু হয় কিম জং নামের। ময়নাতদন্তে কিম জং নামকে ‘টক্সিক নার্ভ এজেন্ট ভিএক্স’ বিষ দিয়ে খুন করা হয় বপ্লে জানা যায়। তবে এই ঘটনার পিছনে কোনও চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখছে মালয়েশিয়া পুলিশ।