ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের প্রথম আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে শিরোপা জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। তবে এবারের আসরের শুরুটা ভালো হয়নি বাম হাতি এই পেসারের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে প্রথম ম্যাচে ২.৪ ওভারে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। এক ম্যাচ খেলার পরই তাকে একাদশ থেকে বাদ দেয় হায়দরাবাদ কর্তৃপক্ষ। গত শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দর্শক হয়েই থাকতে হয় মোস্তাফিজকে। সোমবার রাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দরাবাদ। হায়দরাবাদের মাঠে গত আসরে কাটার দিয়ে ঝড় তুলেছিলেন মোস্তাফিজ। এই মাঠে মোস্তাফিজের ইকোনমি ছিল ৬.৯৬। পেয়েছিলেন ৭ উইকেট।

আর পাঞ্জাবের বিপক্ষে গত আসরে ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। মোস্তাফিজকে একাদশে দেখার ইচ্ছার কথার প্রতিফলন দেখা গেছে জনপ্রিয় ক্রিকেট সাইট ক্রিকইনফোতে। সেখানে বলা হয়েছে, মোস্তাফিজের আগের পারফরম্যান্সের পরও যদি আজকের ম্যাচে একাদশে না রাখা হয় তাহলে সেটা হবে বিস্ময়ের। বেন কাটিং ভালো তবে বিস্ময়কর কোনো পারফরম্যান্স এখনঅব্দি করতে পারেননি। এদিকে বেন কাটিংয়ের পরিবর্তে মোস্তাফিজকে দলে রাখার মতামত জানতে ক্রিকইনফোতে ভোট নেয়া হয়। যেখানে ৬৬ দশমকি ৯১ শতাংশ পাঠক মোস্তাফিজকে দলে নেয়ার পক্ষে ভোট দিয়েছেন। তারপরও মোস্তাফিজ হায়দরাবাদের একাদশে সুযোগ পাবেন কিনা তা এখন দেখার বিষয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn