চাঁদপুরের কচুয়ায় ১০ বছর আগে দায়িত্ব পালনকালে ম্যাজিস্ট্রেটকে মারধরের দায়ে পৌর কাউন্সিলরসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামাল হোসেন এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন-চাঁদপুরের কচুয়া পৌরসভার তিন নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন (৩৬), স্থানীয় বাসিন্দা আওলাদ সরকার (৪২), ইমরান হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫) এবং মো. বিল্লাল (৪২)। আদালতে রায় ঘোষণার সময় অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন। এদের প্রথমজনকে চার বছর এবং অন্য চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১০ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে অভিযুক্তদের হাতে মারধরের শিকার হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং মারধরের ঘটনায় তিনি নিজেই বাদী হয়ে পাঁচজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে কচুয়া থানা পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। যার পরিপ্রেক্ষিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম কামাল হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে এ রায় দেন। জানা গেছে, এই মামলার বাদী মোস্তাফিজুর রহমান বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনে কর্মরত। চাঁদপুরের পিপি রনজিত রায় জানিয়েছেন, রায় ঘোষণার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হলে তারপর থেকে এ রায় কার্যকর হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn