যুক্তরাজ্যের সংসদ ভবনের কাছে গোলাগুলি, বেশ কয়েকজন আহত
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে সংসদ ভবনে একজন পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। অভিযুক্ত হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে। যুক্তরাজ্যের সংসদ হাউস অব কমন্সের নেতা ডেভিড লিডিংস্টোন এ তথ্য নিশ্চিত করেছেন। বিবিসির খবরে বলা হয়েছে, সংসদের স্টাফদের তাদের অফিসের ভেতর থাকার জন্য বলা হয়েছে।বিবিসির সংবাদদাতা জানিয়েছেন, পুলিশ তাকে জানিয়েছেন কাউকে গুলি করা হয়েছে। সংসদ সদস্যরা জানিয়েছেন তারা ৩/৪ টি গুলির শব্দ শুনেছেন।
এদিকে রয়টার্সের খবরে বলা হয়েছে, ওয়েস্টমিনস্টার ব্রিজে বুধবার বিকালের দিকে গোলাগুলি হয়। সেখানে অন্তত ১২ জন আহত হয়েছেন। রয়টার্সের আলোকচিত্রী জানিয়েছেন, তিনি ব্রিজের উপর আহত লোকদের পেড়ে থাকতে দেখেছেন। তাদের শরীর থেকে প্রচণ্ড রক্তপাত হচ্ছিল। দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার রাজনৈতিক সম্পাদক টম পিক এক টুইটে বলেছেন, ‘বিকট শব্দ। চিৎকার। বিপর্যয়। এরপর গুলির শব্দ শোনা যায়। সবখানে সশস্ত্র পুলিশ।’ হাউস অব কমেন্সে ওই ঘটনার সময় অধিবেশন চলছিল। গোলাগুলির শব্দের পর অধিবেশন স্থগিত করা হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নিরাপদ আছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন।