যুক্তরাষ্ট্রের সম্মানজনক অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের তানজিল
যুক্তরাষ্ট্রের সম্মানজনক পুরস্কার ‘গ্লোবাল এমারর্জিং ইয়াং লিডার্স অ্যাওয়ার্ড’ পাচ্ছেন বাংলাদেশি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলানটিয়ার ফর বাংলাদেশ’ এর প্রেসিডেন্ট তানজিল ফেরদৌস।টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় সম্মাননা দিতে বিশ্বের উদীয়মান দশ তরুণ নেতার নাম ঘোষণা করে দেশটির পররাষ্ট্র দফতর। এই দশজনের তালিকায় রয়েছেন তানজিল ফেরদৌস।
আগামী ২ মে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, পুরস্কারের জন্য মনোনীত দশজন আগামী ২৯ এপ্রিল থেকে ১২ মে যুক্তরাষ্ট্র সফর করবেন। একটি ইনটেনসিভ প্রোগ্রামের আওতায় তাদের এই সফর অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মধ্যে থাকবে তাদের নেতৃত্বের সক্ষমতা বাড়ানো, অলাভজনক সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতার নেটওয়ার্ক সম্প্রসারণের কৌশল সম্পর্কে ধারণা দেয়া।
২৪ বছর বয়সী তানজিল বাংলাদেশে নারী অধিকার, তরুণ এবং কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে সম্পৃক্ত রয়েছেন। ব্যক্তিগতভাবে প্রথাগত লৈঙ্গিক মূল্যবোধের চ্যালেঞ্জ মোকাবেলা করছেন তিনি।