কিছুদিন আগে নিজের পছন্দের সর্বকালের সেরা বিশ্বকাপ একাদশ বেছে নিয়েছেন শহীদ আফ্রিদি। সাবেক এই পাকিস্তানী অল রাউন্ডারের একাদশে আছেন পাঁচজন পাকিস্তানি ক্রিকেটার। অস্ট্রেলিয়ান আছেন চার জন। আর দক্ষিণ আফ্রিকা ও ভারতের একজন করে। আফ্রিদির বেছে নেওয়া দলের অধিনায়ক রিকি পন্টিং। অ্যাডাম গিলক্রিস্ট ও গ্লেন ম্যাকগ্রা আছেন সর্বকালের সেরা বিশ্বকাপ দলে। স্পিন আক্রমণে তিনি রেখেছেন শেন ওয়ার্ন ও সাকলায়েন মুসতাককে। পেস আক্রমণে ম্যাকগ্রার সঙ্গে আছেন ওয়াসিম আকরাম, শোয়েব আখতার এবং জ্যাক ক্যালিস। ভারতের প্রতিনিধি আছেন বিরাট কোহলি। এই একাদশে কোহলিই একমাত্র ব্যতিক্রম। কারণ আফ্রিদির একাদশে কোহলি ছাড়া আর সব ক্রিকেটারই ‘সাবেক’ এর খাতায় নাম লিখিয়েছেন। অর্থাৎ শুধু ভারতই নয়, বর্তমান প্রজন্মের একমাত্র প্রতিনিধি কোহলি। সেই সাথে প্রশ্ন উঠেছে বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক ও ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার, কিংবা ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বদলে কোহলি কী করে জায়গা পেলেন। সেই প্রশ্নের উত্তর দিয়ে গিয়ে আফ্রিদি বলেছেন, ‘শচীন ও ধোনি গ্রেট ক্রিকেটার। ভারতীয় ক্রিকেটে তাদের অনেক অর্জন আছে। কিন্তু আমি কোহলিকে বাছার কারণ, তার জাদুকরী ও সুন্দর ব্যাটিংয়ের জন্য।’
আফ্রিদির বেছে নেওয়া সর্বকালের সেরা একাদশ :
সাঈদ আনোয়ার, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, বিরাট কোহলি, ইনজামাম উল-হক, জ্যাক ক্যালিস, ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা, শেন ওয়ার্ন, শোয়েব আখতার, সাকলায়েন মুসতাক।
সংবাদ টি পড়া হয়েছে :
১১৮ বার