বার্তা ডেস্ক :: মীর আফসার আলি- এ নাম থেকেই ‘মীরাক্কেল’-এর সৃষ্টি। তিনিই অনুষ্ঠানের মধ্যমণি। তবে এর শুরু থেকেই ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন বিচারক প্যানেল– রজতাভ দত্ত, পরাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রীলেখা মিত্র। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হচ্ছে জি-বাংলা চ্যানেলের সবচেয়ে টিআরপি পাওয়া এ আয়োজনটি। তবে এবারের সিজনে থাকছে না কোনও বাংলাদেশি প্রতিযোগী। জানা গেছে, ‘মীরাক্কেল’-এর দশম আসরের জন্য বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনে ১২ জন প্রতিযোগী নির্বাচিত হলেও তারা অংশ নিতে পারছেন না অনুষ্ঠানটিতে। আজ দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মীরাক্কেলের নবম আসরের রানারআপ ও দশম আসরের বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনের বিচারক কমর উদ্দিন আরমান।

কমর উদ্দিন আরমান জানান, ‘এবার প্রাথমিক অডিশনে বাংলাদেশ থেকে ১২ প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন। কলকাতায় গিয়ে পরের ধাপে টিকে ছিলেন পাঁচ থেকে ছয়জনের মতো, যাঁদের অংশ নেওয়ার কথা ছিল এবারের আয়োজনে। কিন্তু কলকাতা থেকে দেশে ফেরার পর তাঁরা আর অংশ নিতে পারছেন না। তাই করোনার কারণে এবার কোনো বাংলাদেশি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে মীরাক্কেল।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn