রাজনীতিতে হেফাজতে ইসলামের গুরুত্বপূর্ণ বাড়ছে!
জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ইসলামপন্থী দলগুলোর বিশেষ করে হেফাজতে ইসলামের গুরুত্ব ক্রমেই বাড়ছে। আগামী একাদশ সংসদ নির্বাচনে জয়-পরাজয়ে এরাই বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে এমন বদ্ধমূল ধারণা দিনে দিনে আরো স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে। আর এ কারণেই প্রধান রাজনৈতিক দলগুলো হেফাজতে ইসলামকে বিভিন্নভাবে কাছে টানার চেষ্টা করছে। সম্পতি গণভবনে হেফাজতে ইসলামের নেতা আল্লামা শফীর নেতৃত্বে তিন শতাধিক আলেম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে হেফাজেতের সুপ্রিমকোর্ট চত্বরের গ্রিক মূর্তি অপসারণসহ বিভিন্ন দাবির প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহানুভুতি প্রকাশ করেন। এর পরই দেশের রাজনীতিতে শুরু হয়েছে নানা হিসেব নিকাশ। চলছে নানা আলোচনা-সমালোচনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ইসলামপন্থীদের কাছে টানার চেষ্টা করছেন।
এক্ষেত্রে আওয়ামী লীগ-বিএনপি উভয়পক্ষই ইসলামপন্থীদের ঘাড়ে সওয়ার হয়ে নির্বাচনী বৈতরণী পার হতে সচেষ্ট বলে মনে হচ্ছে। এ প্রসঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, নির্বাচনকে সামনে রেখেই এ ধরনের তৎপরতা শুরু হয়েছে। রাজনৈতিক সুবিধা নিতেই হেফাজতের সঙ্গে এক ধরনের সমঝোতার চেষ্টা করছে তারা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের বাস্তবতা মানতে হবে এবং সিংহভাগ মানুষের অনুভূতিকে গুরুত্ব দিতে হবে। সেদিক বিবেচনা করেই আলেমদের কিছু দাবি-দাওয়া মেনে নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগ নেত্রী মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধীদের বাদ দিয়ে সকলকে নিয়েই চলেছে। আমরাই বলবো, ইনক্লুসিভ সোসাইটি। আবার স্বাধীনতা বিরোধী বিষাক্তদের বাদ দিয়ে যখন সকলকে নিয়ে চলার কথা আসে, তখন বলা হয় আওয়ামী লীগ আপোষ করছে। আমরা কিছু করলেই প্রশ্ন তোলা হয়। এর মধ্য দিয়েই আওয়ামী লীগ চলছে। সাবেক প্রেসিডেন্ট জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমি হেফাজত করি না। তবে হেফাজতের এমন দাবিকে সমর্থন করি। এছাড়া হেফাজতে ইসলাম ও আলেম-ওলামাদের কাছে টানতে চাইছেন দেশের প্রধান দুই দলের নেত্রীই। এরই মধ্যে তাদের সে ধরনের কিছু তৎপরতাও লক্ষ্য করা গেছে। তাদের বক্তব্যেও সেটা ফুটে উঠেছে।
মঙ্গলবার রাতে গণভবনে কওমী মাদ্রাসার আলেম-ওলামাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের অনেক দেশের লোকেরা আমাদের কওমী মাদ্রাসা নিয়ে বিরূপ মন্তব্য করতো। আমি সবসময় এটার প্রতিবাদ করতাম। আমি সবসময় এটাই বলতাম আমাদের দেশে শিক্ষার শুরুই হয়েছে এই কওমী মাদ্রাসা দিয়ে। এটা যদি শুরু না হত তাহলে আমরা কেউ শিক্ষিত হতে পারতাম না। যারা দেওবন্ধ প্রতিষ্ঠা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে তাদের বিরাট ভূমিকা ছিল। তারাই প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলন শুরু করে। কাজেই আজকে যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেখানে তাদের অনেক ভূমিকা রয়েছে। কারণ সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকেই এই যাত্রা শুরু হয়।
তিনি আরো বলেন, আমি সবসময় মনে করি, আমাদের কওমী মাদ্রাসার একটা সরকারি স্বীকৃতি পাওয়া একান্তভাবেই দরকার। সেজন্য আমরা আগে আল্লামা শফিকে প্রধান করে আমরা একটি কমিটি করে দিয়েছিলাম- যে কিভাবে এই কারিকুলামটা করা যায়। প্রায় ৬টা মাদ্রাসা বোর্ড আমাদের রয়েছে- তাদের সকলের মতামতটা কি, সেটাকেও আমাদের গুরুত্ব দেয়া। এটাও আমরা করতে চাই এবং সেইসাথে অন্তত, একেবারে সর্বনিম্ন যে পয়েন্টে আপনারা একমত হতে পারেন সে বিষয়ে আপনারা যেন একমত হতে পারেন সেটা আমরা চেয়েছিলাম, যাতে আমরা সনদের স্বীকৃতিটা অন্তত দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি শোকরিয়া আদায় করছি যে আজকে আপনারা সকলে মিলে গণভবনে এসেছেন এবং সকলে একই মত হয়েছেন যে কওমী মাদ্রাসার সনদের একটা স্বীকৃতির ব্যবস্থা নেবেন।
প্রধানমন্ত্রী আলেমদের উদ্দেশ্যে বলেন, এখানে একটি বিষয় এসেছে আমাদের হাইকোর্টের সামনে গ্রিক থেমেসিসের এক মূর্তি লাগানো হয়েছে। সত্য কথা বলতে কি আমি নিজেও এটা পছন্দ করিনি। কারণ গ্রিক থেমেসিসের মূর্তি আমাদের এখানে কেন আসবে। এটাতো আমাদের দেশে আসার কথা না। আর গ্রিকদের পোষাক ছিল একরকম, সেখানে মূর্তি বানিয়ে তাকে আবার শাড়িও পরিয়ে দেয়া হয়েছে। এটাও একটা হাস্যকর ব্যাপার করা হয়েছে। এটা কেন করা হলো, কারা করলো, কিভাবে- আমি জানি না। ইতোমধ্যেই আমাদের প্রধান বিচারপতিকে আমি এই খবরটা দিয়েছি এবং খুব শীঘ্রই আমি ওনার সঙ্গে এ বিষয় নিয়ে বসবো। আলোচনা করবো এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি এটা এখানে থাকা উচিত নয়।
বুধবার বিকেলে গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, দেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণের অনুভূতিকে এক্সপ্লয়েট করার জন্য শেখ হাসিনা ভারত সফরের আগে আলেম সম্মেলন করেন। ফিরে এসে মঙ্গলবারই আবার হেফাজতে ইসলাম প্রভাবিত কওমী মাদ্রাসার ওলামায়ে কেরামদের সঙ্গে বৈঠক করেছেন।
তিনি আরো বলেন, আলেমদের সঙ্গে তার অতীত আচরণ এবং ধর্মীয় মূল্যবোধের ওপর ক্রমাগত আঘাতের কথা দেশবাসী নিশ্চয়ই ভুলে যায়নি। এখন তিনি নিজেই ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছেন। অতীতেও ধর্ম নিয়ে রাজনীতি করার লক্ষ্যে দেশে ইসলামী শরিয়তী আইন চালুর জন্য একই ধর্মভিত্তিক দলের সঙ্গে চুক্তি করেছিলেন।
খালেদা জিয়া আরো বলেন, অতীতেও ধর্ম নিয়ে রাজনীতি করার লক্ষ্যে দেশে ইসলামী শরিয়তী আইন চালুর জন্য একই ধর্মভিত্তিক দলের সঙ্গে চুক্তি করেছিলেন। এখন কওমী মাদ্রাসা সনদকে স্বীকৃতি দেয়ার কথা বলে ধোঁকা দিচ্ছেন। আমাদের সরকার দায়িত্বে থাকার সময় মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হয়েছিলো। ২০০৬ সালে কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি আমাদের সরকার দিয়েছিল। সেটা গেজেট নোটিফিকেশনও হয়েছিল।