রাশিয়ার মতোই বড় হুমকি চীন-সিআইএ প্রধান
মার্কিন পর্যবেক্ষণ উড়োজাহাজকে রুশ যুদ্ধবিমানের তাড়া
সিএনএন জানায়, পেন্টাগন অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি পর্যবেক্ষণ উড়োজাহাজকে গত সোমবার তাড়া করেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। এ সময় রুশ যুদ্ধবিমানটি মার্কিন উড়োজাহাজের পাঁচ ফুটের মধ্যে চলে আসে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তিন কর্মকর্তা বলেছেন, কৃষ্ণসাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে সোমবার উড়ে যাচ্ছিল নৌবাহিনীর উড়োজাহাজটি। এ সময় রাশিয়ার একটি এসইউ-২৭ যুদ্ধজাহাজ বিপজ্জনকভাবে কাছে চলে আসে।
রুশ ব্যক্তিদের তালিকা প্রকাশ
এএফপি জানায়, রাশিয়ার যেসব কর্মকর্তা ও ব্যবসায়িক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা যায়, তাঁদের একটি তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর। প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে মস্কোকে সাজা দিতে এই তালিকা তৈরি করা হয়েছে। সোমবার প্রকাশ করা ওই তালিকায় ১১৪ জন রাজনীতিকের নাম রয়েছে, যাঁদের অধিকাংশই রুশ প্রশাসনের জ্যেষ্ঠ সদস্য। ৯৬ জন ব্যবসায়ীও রয়েছেন, যাঁরা প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ।