টেকনাফের শাহপরীর দ্বীপে ক্ষুব্ধ এলাকাবাসী রোহিঙ্গা বোঝাই ৩টি নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার রাত ৯টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝের পাড়ায় ঘটে এ ঘটনা। রোহিঙ্গা পাচারে জড়িত দালাল এবং অতিরিক্ত রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে ক্ষুব্ধ লোকজনই এ ঘটনা ঘটিয়েছে। সাবরাং ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার নুরুল আমিন জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে টেকনাফের শাহপরীর দ্বীপের কিছু দালাল প্রচুর অংকের টাকার বিনিময়ে নাফ নদ পাড়ি দিয়ে আনছে রোহিঙ্গাদের। প্রতিদিনই শাহপরীর দ্বীপের মাঝের পাড়া পয়েন্টে দফায় দফায় হাজার হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ হচ্ছে।

দালালরা রোহিঙ্গাদের কেবল টাকার বিনিময়ে নৌকায় চড়িয়ে পাচার করে ক্ষান্ত হচ্ছে না সেই সঙ্গে রোহিঙ্গাদের সর্বস্ব কেড়েও নিচ্ছে। নাফ নদের মাঝে নৌকার রোহিঙ্গা যাত্রীদের নির্যাতন ও লুটপাটের সময় একটি নৌকাও ডুবে গেছে। এরকম নৌকা ডুবির ঘটনায় উদ্ধার করা ১৯টি রোহিঙ্গার মরদেহ গতরাতে যে সময়টিতে স্থানীয় কবরস্থানে দাফন করা হচ্ছিল তখনই ঘাটে ৩টি নৌকা থেকে রোহিঙ্গাদের খালাস করা হচ্ছিল। এই পয়েন্ট দিয়ে রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে নানা ঘটনা লেগেই রয়েছে। এসব নানা ঘটনার জন্য স্থানীয়রা দায়ী করছেন অনুপ্রবেশকারী রোহিঙ্গাসহ যেসব নৌকা মালিক বিপুল অর্থের বিনিময়ে রোহিঙ্গাদের এপারে আনছে।তাই বিক্ষুব্ধ এলাকাবাসী রোহিঙ্গা খালাসের এমন দৃশ্য দেখে স্থানীয় ক্ষুব্ধ লোকজন ঘাটে গিয়ে রোহিঙ্গা পারাপারের ৩টি নৌকায় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সত্যতা স্বীকার করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন খান বলেন, বিক্ষুব্ধ এলাকাবাসী নৌকায় আগুন ধরিয়ে দিয়েছে। তার আগে রোহিঙ্গাদের নৌকা থেকে নামিয়ে দেয়া হয়। তাই কেউ হতাহত হয়নি। নৌকার মালিকের নাম পাওয়া যায়নি।টেকনাফের শাহপরীর দ্বীপ সাংগটনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ সোনা আলী জানান, অতিরিক্ত রোহিঙ্গার অনুপ্রবেশ তদুপরি স্থানীয় বাসিন্দা জিয়াবুল ও সৈয়দসহ অনেক নৌকার মালিক ও মাঝি মাল্লারা জনপ্রতি ১০ হাজার টাকা করে নিয়ে আনছে রোহিঙ্গাদের। এর পরও তারা নৌকায় রোহিঙ্গাদের তুলে নাফ নদের মাঝে আনার পর তাদের মূল্যবান মালামাল ছিনিয়ে নেয় এবং নারীদের নির্যাতন করে। এমন ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে রোহিঙ্গা আনার কাজে জড়িত নৌকার মালিক ও মাল্লাদের প্রতি ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী ৩টি নৌকায় আগুন ধরিয়ে দেয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn