রোহিঙ্গাদের উপর অত্যাচার: জাতিসংঘের তদন্তে আপত্তি মিয়ানমারের
নিরাপত্তাকর্মী কর্তৃক রোহিঙ্গাদের খুন, ধর্ষণ এবং অত্যাচারের অভিযোগে জাতিসংঘের তদন্ত প্রস্তাবে অসম্মতি জানিয়েছে দেশটির সরকার। তাদের দাবী, এই তদন্ত কেবল দ্বন্দের আগুনেই ঘি ঢালবে। শুক্রবার জাতিসংঘ ‘জরুরী ভিত্তিতে’ মিয়ানমারে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক রাখাইন প্রদেশের রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গতঃ গত বছরের অক্টোবরে জঙ্গিদের হাতে নয়জন পুলিশকে হত্যা করার পরে সেখানে সেনাবাহিনী কঠোর অবস্থান নেয়। এর পরপরই সেখান থেকে অন্ততঃ দশ হাজার রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়।
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের কাছে অভিযোগ করেছেন, নিরাপত্তাকর্মী (বিশেষ করে সেনাবাহিনী)-র সদস্যরা শিশুদেরকে আছড়ে হত্যা, মানুষকে জ্যান্ত দগ্ধ এবং মহিলাদেরকে গণধর্ষণ করেছে। যার প্রেক্ষিতেই দেশটিতে তদন্তের পরিকল্পনা করেছিল জাতিসংঘ। কিন্তু শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় জাতিসংঘের এই তদন্তে প্রস্তাবে অসম্মতি জানিয়েছে। তাদের দাবী, এই তদন্ত হবে ‘আগুনে ঘি ঢালা’-র মতই বিপজ্জনক। এটা কোন ধরণের সমাধানের বিপরীতে দমে থাকা ক্ষোভের বিষ্ফোরণ ঘটাবে। এই ধরণের কোন ঘটনা ঘটে থাকলে মিয়ানমার সরকার নিজেই তার বিরূদ্ধে ব্যবস্থা নেবে।