রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের ভূমিকা গ্রহণযোগ্য নয়: রুশনারা
রোহিঙ্গা সংকট নিয়ে ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেছেন, মিয়ানমারের এই সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে দেশটির সরকারের ভূমিকা গ্রহণযোগ্য নয়।ঢাকায় রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের কারণে সৃষ্ট মানবিক সংকট নিয়ে আলোচনায় তিনি একথা বলেন বলে মন্ত্রণলায়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ নৈতিকতার জন্য প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মানবিক কারণে তিন সপ্তাহের মধ্যে চার লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে যুক্তরাজ্যের সহায়তা ও বিনিয়োগ বাড়বে বলে আশ্বাস দেন রুশনারা।লন্ডনের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে লেবার পার্টির এমপি রুশনারা আলী বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হিসেবে ঢাকা সফর করছেন। যুক্তরাজ্যের বিভিন্ন রেল কোম্পানির নয় সদস্যের প্রতিনিধি দল নিয়ে সপ্তাহব্যাপী সফরে রোববার ঢাকা এসেছেন তিনি।বৈঠকে রুশনারা ও তার প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে শক্তিশালী রেলওয়ে অবকাঠামো নির্মাণসহ রেলখাতের উন্নয়নে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশের সামনের মেগা প্রকল্পগুলো বাস্তবায়নে ব্রিটিশ কোম্পানি থেকে ‘আকর্ষণীয়’ ঋণের প্রস্তাবও দেন তিনি।বৈঠকে ঢাকায় ব্রিটিশ রাষ্ট্রদূত এলিসন ব্লেকও উপস্থিত ছিলেন।