সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় সুরমা নদীর ভাঙনরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী লঞ্চঘাটের ভাঙন কবলিত এলাকার সংস্কারের জন্য পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের কাছে একটি ডিও লেটারের মাধ্যমে অনুরোধ জানালে তিনি সুনামগঞ্জের লঞ্চঘাটের ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাংসদ অ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী)-এর ব্যক্তিগত সহকারি সজীব রঞ্জন টিটু। তিনি জানান, দ্রুত এ সমস্যার সমাধানে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সংস্কার কাজ শুরু হবে। ডিও লেটারে লঞ্চঘাটের ভাঙনের কারণে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, পুলিশ অফিসার্স মেসসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ হুমকির মুখে বলে উল্লেখ করা হয়। পাশাপাশি দ্রুততার সঙ্গে বিষয়টির ব্যাপারে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম (শাহানা রব্বানী) বলেন, ‘লঞ্চঘাট এলাকার নদী ভাঙন রোধে মন্ত্রী মহোদয়কে দ্রুত ব্যবস্থা নেয়ার কথা বলেছি। তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থার আশ্বাস দিয়েছেন।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn