শহীদ চৌধুরী সম্পর্কে যা বললেন সাবেক এমপি নজির হোসেন
একে কুদরত পাশা-
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ও বার বারের সভাপতি আব্দুস শহীদ চৌধুরী সম্পর্কে সুনামগঞ্জ ১ আসনের সাবেক এমপি নজির হোসেন শহীদ চৌধুরী স্মৃতি চারণ করে তার ফেসবুক ওয়ালে লিখেন, আব্দুছ শহীদ চৌধুরী ৬৯,৭০ সালে আমার প্রিয় সহকর্মী, তৎকলীন ছাত্র ইউনিয়নের মহকুমা সভাপতি, সুনামগঞ্জ কলেজের ভিপি ছিলেন। কমিউনিষ্ট পার্টির একটি গোপন গ্রুপ ছাত্র ইউনিয়ন পরিচালনার জন্য কাজ করতো। শহীদ চৌধুরী ছিলেন ঐ গ্রুপের আহ্বয়ক। উনার গোপন নাম ছিল শাহাদত। হুমায়ূন কবীর চৌধুরী ও শহীদ মুক্তিযুদ্ধা গিয়াস উদ্দিন ছিল এই গ্রুপের সদস্য। সবাই ছিলেন পার্থী সদস্য। পিএম, সিপি, জিএম এই তিন ক্যাটাগরিতে পার্টি রিক্রুটমেন্ট চলতো। শহীদ চৌধুরী ছিলেন ঈগ-ঈঅঘউওউঅঞঞঊ গঊগইঊজ আমি তখন সুনামগঞ্জের কমিউনিষ্ট পার্টির দায়িত্বে। কমিউনিষ্ট পর্টির এই ছাত্র গোপন গ্রুপটি ছাত্রইউনিয়ন সংগঠিত করতো, ৬৯ সালের গন-অভ্যুত্থান সংগঠনে কাজ করতো এবং ছাত্রইউনিয়নে স্বশস্ত্র ট্রেনিং দায়িত্ব নিয়োজিত ছিল। পরবর্তী সময়ে বালাট শরনার্থী শিবিরে কাজ করেন শহীদ চৌধুরী এবং মুক্তিযুদ্ধা রিক্রুটমেন্ট এর দায়িত্বে নিয়োজিত হন। ন্যাপ সিপিবি ছাত্রইউনিয়ন গেরিলাদল সংগঠনে কাজ করেন। আসলে শহীদ চৌধুরী আমার অনেক আগেই শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী হয়ে বিএনপিতে যোগ দেন। লন্ডন যাওয়ার আগে শহীদ চোধুরী আমার সাথে দেখা করেন এবং আমার মুক্তিযুদ্ধের স্মৃতি বইয়ের জন্য তার তথ্যনোট রেখে যাওয়ার অনুরোধ করেছিলাম। তা রেখে যান, স্মৃতিগুলি মধুর এবং বেদনা ময় ৷