শাবিতে মেয়ে শিক্ষার্থীদের আবাসন বিড়ম্বনা!
বার্তা ডেক্সঃঃ:: সেশনজট এড়াতে আগামী ১৭ জানুয়ারি থেকে অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীদের জন্য আবাসিক হল খোলার ব্যাপারে কোন ধরণের সিদ্ধান্ত গৃহীত হয়নি। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ১৬৩ তম একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে, করোনা পরিস্থিতিতে হল খোলা না থাকায় পরীক্ষা চলাকালীন মেয়ে শিক্ষার্থীদের আবাসন নিয়ে বিড়ম্বনা সৃষ্টির সমূহ আশঙ্কা তৈরি হয়েছে। উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদে বলেন, মেয়ে শিক্ষার্থীদের আবাসনের বিষয়ে যদি কারো সমস্যা হয় তাহলে তারা যেন সংশ্লিষ্ট বিভাগ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। বিভাগ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। যেহেতু হল খোলার সুযোগ নেই সেহেতু আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবো।
একাডেমিক কাউন্সিলের একাধিক সদস্য জানান, চলমান মহামারি বিবেচনায় পরীক্ষার সময়কাল বিদ্যমান নির্ধারিত সময় তিন ঘন্টার জায়গায় দুই ঘন্টা এবং দুই ঘন্টার পরীক্ষা দেড় ঘন্টা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে আগের নিয়মে ৭০ নম্বরের পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। এছাড়া ১৫ ফ্রেবুয়ারির মধ্যে সকল বিভাগকে পরীক্ষা শেষ করার নির্দেশনাও দেওয়া হয়েছে। তবে কোন বিভাগ চাইলে নির্ধারিত সময়ের আগে পরীক্ষা শুরু করতে পারবে। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ আরো বলেন, অনার্স শেষ বর্ষ এবং মাস্টার্সের ফাইনাল পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১৭ জানুয়ারি থেকে নেয়ার ব্যাপাওে একাডেমিক কাউন্সিলের সবাই একমত হয়েছেন। ইতোমধ্যে প্রত্যেক শিক্ষাবর্ষের ২ সেমিস্টারের অনলাইন শিক্ষা কার্যক্রম শেষ হয়েছে। এছাড়া টার্মটেস্ট, এসাইনমেন্ট ও কুইজের মাধ্যমে ক্লাস পরীক্ষাগুলো মুল্যায়ন করা হয়েছে।