শাবি বিএনসিসি প্লাটুনের মতবিনিময় সভা
শাবি প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় বিএনসিসি (বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর) প্লাটুনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল দশটায় বিশ^বিদ্যালয়ের বিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নামতি রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর আবুল আলা মুহাম্মদ তৌহিদ। প্রধান অতিথির বক্তব্যে মেজর তৌহিদ বলেন, লেখাপড়ার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণ করতে হবে। দেশের আর্থ সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবীমূলক কাজে ক্যাডেটদের এগিয়ে আসতে হবে। মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে বিএনসিসির প্রশিক্ষণ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্লাটুন কমান্ডার প্রফেসর লে: ড. আশ্রাফুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ক্যাপ্টেন ড. তোফায়েল আহমদ ও শাবিপ্রবি মহিলা প্লাটুন কমান্ডার সামিনা বেগম। এর আগে সকাল সাড়ে নয়টায় ক্যাডেট আন্ডার অফিসার নাসির উদ্দিনের নেতৃত্বে একটি ক্যাডেট দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। এসময় ক্যাডেট কাওসার মিয়াকে সার্জেন্ট র্যাংক পরিয়ে দেন রেজিমেন্ট এ্যাডজুটেন্ট মেজর তৌহিদ।