শাল্লা: মারামারি মামলার ইউপি সদস্যের কারাদণ্ড
মারামারি মামলার চার্জসিটভুক্ত আসামী শাল্লা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজু মিয়াকে ৬ মাসের সাজা দিয়েছে সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন। মামলা সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে ২০১৪ সালের ৬ মার্চ ইউপি সদস্য সাজু ও তার লোকজন সাবেক ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আমিনুল হক চৌধুরী (বকুল)এর উপর হামলা করে। এতে আমিনুল হক চৌধুরী গুরুতর আহত হন। ঘটনার পরদিন আমিনুল হক চৌধুরী নিজে বাদি হয়ে বর্তমান ইউপি সদস্য সাজু মিয়াকে আসামী করে শাল্লা থানায় মামালা দায়ের করেন। পরবর্তীতে ২০১৪ সালের ৩০ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা শাল্লা থানার তৎকালিন এস.আই সুশান্ত পাল অভিযুক্ত ইউপি সদস্য সাজু মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত বাদীসহ ৪ জন সাক্ষীর মধ্যে ৩ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার এ রায় দেন।
তবে দণ্ডপ্রাপ্ত ইউপি সদস্য সাজু মিয়া বলেন,‘ আদালতের রায় প্রদানের বিষয়টি শুনেছি। রায়ের বিরুদ্ধে আমি আদালতে আপিল করব।’ তিনি আরো বলেন,‘ বকুল মিয়াকে আমি মারধরর করিনি। জলমহালের অংশ দেয়ার জন্য সে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। পরে জলমহালের অংশ দেয়নি, টাকাও ফেরত দেয়নি। এনিয়ে কথা কাটাকাটি ও সামান্য হাতাহাতি হয়েছিল। আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছে।’