শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: শিক্ষামন্ত্রী
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ, অবকাঠামোসহ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক পথে এগিয়ে যাওয়ার ফলে। আমাদের মূল লক্ষ হচ্ছে তরুণ প্রজন্মকে গড়ে তোলা। তারা যাতে আধুনিক বাংলাদেশের নেতৃত্ব দিতে পারে। প্রচলিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নতুন প্রজন্মকে যোগ্য হিসেবে গড়ে তোলা কঠিন। এ জন্য প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। তিনি বলেন, আমাদের মূল শক্তি হচ্ছে জনশক্তি। সুশিক্ষার মাধ্যমে তাদের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে এই জনশক্তির বাস্তবায়ন করতে হবে। সিলেট নগরীর শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজা জিসি হাই স্কুলের ছাত্র, শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বুধবার স্কুল প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল মুমিতের পরিচালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক দুলন কান্তি পুরকায়স্থ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট বেলাল উদ্দিন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, প্রাক্তন প্রধান শিক্ষক জলধীর রঞ্জন চৌধুরী, হাবিবুর রহমান। উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান শিক্ষক কবির খাঁন, সিনিয়র শিক্ষক আক্তার হোসেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলার সভাপতি এ.এইচ ঈসরাইল আহমদ, সবির শমসের আলী, জিয়াউর রহমান, প্রাক্তন শিক্ষক তপুধীর ভট্টাচার্য, সিনিয়র শিক্ষক মানিক খান, ঝর্ণা চক্রবর্তী, সোহরাব উদ্দিন খান, শর্মিলী চৌধুরী, শিল্পী রানী সরকার, লুৎফুন নেছা, সুলতানা বেগম, মাহমুদুল আম্বিয়া, কাজি মুহিবুর রহমান, বুরহান উদ্দিন প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেণির ছাত্র ফজলুল করিম এবং গীতা পাঠ করেন দিবস গণিক। মানপত্র পাঠ করেন ফাহাদুল ইসলাম।