সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, আমি বিশ্বাস করি ধন সম্পদ দিয়ে মেধা অর্জন করা যায় না। মেধা আল্লাহর দেয়া পবিত্র নেয়ামত। কাজেই শিশুদের মেধা বিকাশের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। ব্যক্তি ও দলীয় উদ্যোগের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে হবে। আমাদের সন্তানদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তাহলেই পরিবার, সমাজ, দেশ ও জাতি উন্নত হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের অন্যান্য জেলা থেকে সুনামগঞ্জ পিছিয়ে পড়া একটি জনপদ। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা থেকে আমরা আজও বঞ্চিত। তাই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোন প্রকার হিংসা, রেষারেষি ও দলাদলির মধ্য দিয়ে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব নয়। এজন্য সকলকে শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে সমাজ ও দেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিরাচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তারা মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনূর, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহমান মাস্টার, জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক রশিদ আহমদ, জেলা জাতীয় পার্টি নেতা সাইফুর রহমান শামছু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আহমদ, মিরাচর পাঁচগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনিল চন্দ্র বিশ্বাস, জাতীয় পার্টি নেতা গোলাম হোসেন, ডা. চান মিয়া, সাজ্জাদুর রহমান সাজু, আব্দুল কাদির, ফারুক মেনর, শওকত আলী, জসিম উদ্দিন, হাবিলদার মোর্শেদ, শিব্বির আহমদ, আলী নুর, সেলিম আহমদ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn