শীতলক্ষ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের লাশ
এ ঘটনায় নিহত পারভেজের বাড়িতে চলছে মাতম। বড় সন্তানকে হারিয়ে মা পারুল বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন। তিনি বলেন, পারভেজের চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় চলতি বছর তিনি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারেননি। ছেলে হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন নিহত পারভেজের মা। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক। ধারণা করা হচ্ছে, সমিতির আর্থিক বিষয়ে গন্ডগোলের কারণে পারভেজকে শ্বাসরোধে হত্যার পর নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সমিতির ব্যবস্থাপক সোহাগ, সহকারী ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন ও মাঠকর্মী শারমীনকে আটক করা হয়েছে। এতে যারাই জড়িত থাকুক না কেন, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। মামলার প্রস্তুতি চলছে।