শুরু হচ্ছে জয়া আহসানের ‘দেবী’
এপার বাংলা-ওপার বাংলায় জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। ছবির নাম ‘দেবী’। খুব শিগগিরই এ ছবির চিত্রধারণের কাজ শুরু হতে যাচ্ছে। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এই ছবিটি জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান নিয়ে নির্মাণ করবেন। এ ছবিটি পরিচালনা করবেন অনম বিশ্বাস। ‘দেবী’ অনম বিশ্বাসের প্রথম ছবি। এ ছবির চিত্রনাট্যও রচনা করেছেন তিনি। যারা হুমায়ূন আহমেদের দেবী পড়েছেন, তারা জানেন এ ছবির অন্যতম প্রধান চরিত্র ‘মিসির আলী’। আর এ চরিত্রে অভিনয় করবেন চঞ্চল
চৌধুরী। প্রযোজক জয়া আহসান এ ছবিতে ‘রানু’ চরিত্রে অভিনয় করবেন। রানুর স্বামী আনিসের চরিত্রে অভিনয় করবেন পরিচালক অনিমেষ আইচ।এ ছবির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ শবনম ফারিয়া। এটিই হবে ফারিয়ার ১ম চলচ্চিত্র। ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। এছাড়াও অভিনেতা ইরেশ যাকের থাকবেন ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এ ছবির চিত্রগ্রহণে থাকবেন কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।
জয়া আহসান বলেন, `আমার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খীরা আমাকে এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেয়া তো সম্ভব নয়। তবে আমার কাজের মাধ্যমে, নতুন কিছু সৃষ্টির মাধ্যমে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। হুমায়ূন আহমেদের দেবী নিয়ে কাজ করার স্বপ্ন লালন করেছি দীর্ঘদিন ধরে। সরকারের অনুদান পাওয়াটা আমার এই স্বপ্ন পূরণের পথকে প্রশস্ত করেছে, সাহস যুগিয়েছে। আশা করছি দর্শকদের মনে রাখার মত একটি চলচ্চিত্র উপহার দিতে পারবো। এর জন্য দরকার সবার ভালোবাসা, আশীর্বাদ।’