শফিকুর রহমান চৌধুরী ‘২৪ ঘন্টার রাজনীতিবিদ’ হিসেবে বৃহত্তর সিলেটে ব্যাপকভাবে পরিচিত। আওয়ামী লীগের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে বিশেষ খ্যাতিও রয়েছে তাঁর। সিলেট-২ আসনের সাবেক সাংসদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিক চৌধুরী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। শেখ হাসিনার কাছ থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন শফিকুর রহমান চৌধুুরী। এসময় যুক্তরাজ্যে যাওয়ার কথা জানিয়ে শেখ হাসিনার কাছ থেকে কিছুদিনের জন্য দেশের দলীয় রাজনীতি থেকে ছুটি চান শফিক চৌধুরী। শেখ হাসিনা নিজের আস্থাভাজন শফিক চৌধুরীকে হাসিমুখেই যুক্তরাজ্য যাওয়ার অনুমতি দেন।

শনিবার সকালে যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ছাড়েন আগামী জাতীয় নির্বাচনে সিলেট-২ আসনে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী শফিকুর রহমান চৌধুরী। তবে যুক্তরাজ্যে গেলেও রাজনীতি থেকে বাইরে থাকছেন না তিনি। যুক্তরাজ্যে থাকাকালীন ব্রিটেনের আসন্ন পার্লামেন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক, সিলেটি বংশোদ্ভূত রুশনারা আলী ও আরেক বাংলাদেশী রুপা হকের পক্ষে নির্বাচনী প্রচারণার কাজ করবেন শফিক চৌধুরী। যুক্তরাজ্য যাওয়ার আগে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছ থেকে কিছুদিনের ছুটি নিয়ে যুক্তরাজ্যে যাচ্ছি। সেখানে জাতির জনকের নাতনিসহ তিন বাংলাদেশীর পক্ষে নির্বাচনী প্রচারণায় থাকবো।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn