ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, শেখ হাসিনাকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা থেমে নেই।  এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেক নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় সব সময় প্রস্তুত থাকতে হবে। পাশাপাশি ছাত্রলীগকে পড়াশোনা করতে হবে। সোমবার রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সম্মেলন উপলক্ষে আয়োজিত সভায় ছাত্রলীগ সভাপতি এসব কথা বলেন।  তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ছাত্রলীগ এগিয়ে চলছে। ছাত্রলীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে তৃতীয়বারের মতো নির্বাচিত করবো-এমন শপথ সামনে রেখে ছাত্রলীগের নেতা-কর্মীকে কাজ করতে হবে। শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের দ্বারে দ্বারে পোঁছে দিতে হবে।    সোহাগ বলেন, বঙ্গবন্ধুর বাবা তাকে বলেছিলেন, শুধু আন্দোলন-সংগ্রাম করলেই চলবে না, লেখাপড়াও করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন, ভালো কর্মী হলেই চলবে না, ভালো ছাত্র হতে হবে। ছাত্রলীগকে এর প্রমাণ দিতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি পড়াশোনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, যারা ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তারা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে দিতে চেয়েছিল। যারা বাংলাদেশকে মানতে পারেনি, তারা বঙ্গবন্ধুকেও মানতে পারেনি। যারা ইতিহাস বিকৃত করে তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।  তিনি ইতিহাস বিকৃতিকারীদের বিষয়ে ছাত্রলীগকে সতর্ক করে বলেন, দেশের ইতিহাস জানতে হবে, বুঝতে হবে। ইতিহাসকে যারা মুছে দিতে চেয়েছিল তাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। দেশকে যারা সাম্প্রদায়িক বানাতে ব্যস্ত তাদের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। এদের হাত থেকে দেশকে বাঁচাতে ছাত্রলীগকে দায়িত্ব নিতে হবে।   অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর, কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ্র, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn