সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে সংস্কৃতিসেবীদেরকে ঋন সহায়তা প্রদান করেছে সাধকপুর-উচারগাঁও কলিম শাহ বাউল সংঘ। ৮ আগস্ট রোববার দিবাগত রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁও গ্রামস্থ সংগঠনের কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপস্থিত আলোচক ও বাউল শিল্পীদের মাধ্যমে ঋনগ্রহীতাদের হাতে উক্ত ঋনের টাকা তুলে দেন কলিম শাহ বাউল সংঘের চেয়ারম্যান প্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ।

এ উপলক্ষে আয়োজক সংগঠনের সহ সভাপতি আক্কল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বাউল কল্যাণ সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, অর্থ সম্পাদক বায়েজীদ হোসাইন, কলিম শাহ বাউল সংঘের উপদেষ্টা আব্দুল হান্নান ও কোষাধ্যক্ষ আফরোজ মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কলিম শাহ শিল্পী সংঘ এর সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মানিক ভান্ডারী, সদস্য বাউল আতাবুল মিয়া, বাউল ছমির উদ্দিন, সোহেল মিয়া, সোহাগ মিয়া, বাউল জহুর উদ্দিন, পাপেল মিয়া ও মহিবুর রহমানসহ স্থানীয় বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের চেয়ারম্যান গীতিকার আবুল আজাদ এর ২টি গান পরিবেশন করার জন্য দেশের প্রখ্যাত বাউল আব্দুল লতিফ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আলোচনা শেষে মোল্লাপাড়া ইউনিয়নের রহমানপুর গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র আব্দুল হান্নান, আব্দুল হান্নানের পুত্র রুবেল ও সামরান কে ব্যবসা করার জন্য এক বছর মেয়াদে পরিশোধের শর্তে সংগঠনের পক্ষ থেকে বিনাসুদে ৩ লাখ ১২ হাজার টাকা নগদ ঋন প্রদান করা হয়। অনুষ্ঠানের আলোচকরা ঋন গ্রহীতাদের হাতে উক্ত ঋনের টাকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। পরে রোববার রাত ১২ টা থেকে সোমবার ভোর ৪টা পর্যন্ত রাতব্যপী সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি বাউল শিল্পী ও সংগঠনের শিল্পীরা সুনামগঞ্জের পঞ্চায়েত বাউল যথাক্রমে বৈষ্ণব কবি রাধারমন দত্ত, মরমী কবি হাছন রাজা, গানের সম্রাট কবি কামাল উদ্দিন (কামাল পাশা), বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহসহ গীতিকার আবুল আজাদের লেখা গান পরিবেশন করেন। উল্লেখ্য করোনাকালে গত ২ বছর যাবত সুনামগঞ্জের অসহায় বাউল শিল্পীদের অনুদান প্রদান ও ঋন সহায়তা দিয়ে যাচ্ছে এ সংগঠনটি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn