সন্ত্রাসীরা যে দলেরই হোক তাদেরকে আইনের আওতায় আনতে হবে -ব্যারিস্টার ইমন
শনিবার দুপুরে নিজ বাসভবন প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন। হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে নানা অনিয়ম দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন,‘ বিভিন্ন জায়গায় হাওরের ফসল রক্ষা বাঁধ নিয়ে নানা অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কোন অনিয়ম -দুর্নীতি যাতে না হয় সেদিকে আমরা খেয়াল রাখব।’
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. নান্টু রায়, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক অ্যাড. হায়দার চৌধুরী লিটন, জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, আওয়ামী লীগ নেতা অ্যাড. মলয় চক্রবর্তী রাজু, যুবলীগ নেতা অ্যাড. নাসিরুল হক আফিন্দী, হাবলু চৌধুরী, গৌতম বণিক, অ্যাড. নূরে আলম সিদ্দিক উজ্জ্বল, মহিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের সুনামগঞ্জ শহরের বাসভবন ‘পায়েল পিউ’এ হামলা ও ইটপাটকেল ছুড়া হয়েছে। এমপি রতনের দাবি যুবলীগের নব্য কিছু নেতাকর্মী জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সাথে তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলার ঘটনা ঘটিয়েছে। তবে এ অভিযোগ সত্য নয় বলে দাবি করেছেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
এঘটনায় শুক্রবার দুপুরে এমপি রতনের সুনামগঞ্জ শহরের বাসভবন পায়েল পিউ’এর তত্বাবধায়ক সৈয়দ সুজন বাদী হয়ে শুক্রবার দুপুরে জেলা, সদর উপজেলা ও পৌর যুবলীগের দায়িত্বশীলদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে। ১৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ১৪-১৫ জন উল্লেখ করে মামলা দায়ের করেছেন। ঘটনার রাতেই সুনামগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক পৌর কাউন্সিলর আবাবিল নূরসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেই পুলিশ সুনামগঞ্জ পৌর যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর আবাবিল নূর, শহরের উত্তর আরপিননগরের মৃত ময়না মিয়ার ছেলে আহসান মিয়া (৪৫), আব্দুল ছহুরের ছেলে বশির মিয়া (৪২), হাবিব আলীর ছেলে মনির মিয়া (৩৮) ও তেঘরিয়ার তহিফুর চৌধুরীর ছেলে মো. বিলাল চৌধুরী (৫০) কে গ্রেফতার করে।