সাকিবকে চায় দিল্লি
আসন্ন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের নিলামে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে চায় দিল্লি ডেয়ারডেভিলস। এমন খবর জানিয়েছে দলের এক মুখপাত্র। বাংলাদেশের আটজনসহ সর্বমোট ১ হাজার ১শ ২২ জন খেলোয়াড়কে নিয়ে বেঙ্গালুরুতে আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে আইপিএলের একাদশ আসরের নিলাম। ওই নিলামের মাধ্যমে কোন কোন খেলোয়াড়দের দলে নেবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দিল্লি ডেয়ারডেভিলসের ইচ্ছার তালিকায় আছেন বাংলাদেশের সাকিব। আগের সাত আসরে কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন সাকিব। তবে আসন্ন আসরের জন্য সাকিবকে ছেড়ে দেয়ায় তাকে দলে নিতে অনেক বেশি আগ্রহী দিল্লি। এমন আভাস পাওয়া গেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি থেকে। সাকিব ছাড়া কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকে দলে নিতে আগ্রহী দিল্লি। আসন্ন আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো। বাংলাদেশ থেকে আসন্ন আইপিএলের নিলামে নাম রয়েছে ৮ জন খেলোয়াড়ের। এরা হলেন- সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, সাব্বির রহমান ও আবুল হাসান রাজু। বাসস।