সিলেটে’র জাকির বৃটেনে সেরা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি নির্বাচিত
সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান এম জাকির হোসেন এ বছর ব্রিটেনের শ্রেষ্ঠ শিল্পপতি নির্বাচিত হয়েছেন। গত রবিবার (১৪ মে) সন্ধ্যা ৬টায় বৃটেনের মিডল্যান্ডে দেশ ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সেরা বৃটিশ বাংলাদেশী শিল্পপতি হিসেবে এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম, বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রীসহ ব্রিটেনের রাজনৈতিক, ব্যবসায়ী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শিল্পপতি জাকির হোসেন ব্রিটেনের অন্যতম প্লাস্টিক কোম্পানী ‘জেডএইচকে প্লাস্টিক লিমিটেড’র মালিক। তিনি ব্রিটেনের শ্রেষ্ঠ শিল্পপতি নির্বাচিত হওয়ায় বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। ব্রিটেনে বসবাসরত বাঙ্গালিদেরকে অনুপ্রাণিত করেছে। ব্রিটেনের এই সেরা শিল্পপতি জাকির আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার গঙ্গাজল গ্রামের আব্দুল লতিফ তাপাদারের প্রথম ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়।