সিলেটের ডেইজিকে নিয়ে গর্ব করেন নিউইয়র্কের প্রবাসীরা
নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো ‘উইমেন্স হলিডে মার্কেট’ চালু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১, ৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর আলেয়া সারোয়ার ডেইজি। সিলেটের গোলাপগঞ্জের মেয়ে ডেইজির তত্ত্বাবধানে পরিচালিত এ মার্কেটটি নারীদের দ্বারা পরিচালিত। ডেইজির এ উদ্যোগ সাড়া ফেলেছে দেশ এবং বিদেশেও। তাকে নিয়ে গর্ব করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী সিলেটীরা। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি গ্রোসারিতে কাজ করেন সিলেটের রাব্বান আহমেদ। তিনি বলেন, ‘সিলেটের লোকজন বিদেশের মাটিতে নতুন নতুন ধারণার জন্ম দিয়ে আলোড়ন তুলেছেন। বাংলাদেশে নতুন ধারণার জন্ম দিয়েছেন সিলেটের মেয়ে ডেইজি। আমরা তাকে নিয়ে গর্বিত। তার এ উদ্যোগ অন্যান্য স্থানেও বাস্তবায়ন করা যায়।’
জ্যামাইকায় বসবাসরত রাবাবা নাসরিন বলেন, ‘উন্নত দেশগুলোতে নারীদের জন্য আলাদা দোকান রয়েছে। বাংলাদেশে সিলেটের ডেইজি এরকম উদ্যোগ নিয়েছেন শুনে খুবই খুশি হয়েছি।’ সিলেটের গোলাপগঞ্জের একটি সম্ভ্রান্ত ও রাজনৈতিক পরিবার থেকে ওঠে আসা ডেইজির। বাবা বিশিষ্ট ব্যাবসায়ী মো. মতলিব আলী। মামা বাবরুল হোসেন বাবুল ৭১-এ দেশ স্বাধীন হওয়ার পর সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান, পরে উপজেলা চেয়ারম্যান ছিলেন। চাচা এ কে এম গাউছ সিলেট-৬ আসনের সংসদ সদস্য ছিলেন।
নারী উদ্যোক্তাদের জন্য দেশে প্রথমবারের মতো ‘উইমেন্স হলিডে মার্কেট’ চালু করেছেন ডেইজি। এরকম একটি মার্কেট শুরু করতে পারায় বেশ উচ্ছ্বসিত সিলেটের মেয়ে ডেইজি। তিনি বলেন, নারী উদ্যোক্তা তৈরিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানী তথা দেশে প্রথমবারের মতো ৫০ জন নারী উদ্যোক্তা নিয়ে উইমেন্স হলিডে মার্কেট চালু হয়েছে। ব্যবসা পরিচালনা করতে উদ্যোক্তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ।