সিলেটের মীরের ময়দান থেকে ১১টি মর্টার শেল উদ্ধার
সিলেট মহানগরীর মীরের ময়দানে একটি ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে হোটেল হেরিটেজের পেছনে একটি ছড়ায় এগুলো পাওয়া যায়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মূসা বলেন, ছড়া পরিষ্কারের সময় ১১টি মর্টার শেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এগুলো মুক্তিযুদ্ধকালীন সময়ের মর্টার শেল। এগুলোর মধ্যে ৫টি বড় আকারের এবং ৬টি ছোট আকারের।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ছড়া সংস্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীরা মর্টার শেলগুলো দেখতে পান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখানে আরও মর্টার শেল থাকতে পারে।