সিলেটে তিনটি দলের অংশগ্রহণে শুরু হলো বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর নারী ক্রিকেট টুর্নামেন্ট। শনিবার (৬ মার্চ) সকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক ও নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল, বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ২০২০ এর স্টিয়ারিং কমিটির সদস্য সচিব আশিকুর রহমান মিকু। টুর্নামেন্টে লাল, নীল ও সবুজ এই তিন দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নারী ক্রিকেট দলের সদস্যরা।

উদ্বোধনী ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নীল দলের অধিনায়ক সালমা। আগামী ৮ মার্চ সবুজ দলের মুখোমুখি হবে নীল দল। পরদিন বিরতি দিয়ে ১০ মার্চ লাল দল  খেলবে সবুজ দলের বিপক্ষে। এরপর, ১২ মার্চ হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn